অদ্ভুত আঁধারে হারিয়ে যাওয়া কোন চাঁদ
নয়তো প্রখর রোদে থমকে যাওয়া কোন মেঘ
অপেক্ষায় প্রহর গোনা মূর্খ সমাজের শিক্ষিত কোন চোর ।


সিনথেটিক পৃথিবীতে হারিয়ে বসা ভালোবাসা
বেঁচতে না পারা এই শহরের কবির লেখা কবিতা
পৌনঃপুনিক হয় না তোমার আমার।  


বেদনা সিক্ত কোন এক জোছনা রাতে  
কোন এক জানালার ধরে বসে থাকা চারণ কবি
লিখতে চায় তোমার আমার অসমাপ্ত গল্প।  


ভাঙে সময়, ভাঙ্গেনা তোমার আমার স্মৃতি
ছায়ার আড়ালে ডুবু ডুবু প্রতারিত কোন আলেয়া
সকালের সূর্যেরা থাকে তোমার আমার প্রতীক্ষায়।


আমার ! তোমার ! ফিরে আসার !  


তোমার আমার প্রতীক্ষা !
→ রূপক
২৪ ফেব্রুয়ারি ২০২০