কালকে তোমায় দেখাচ্ছিল বেশ
পড়েছিলে মেরুন রঙের শাড়ি
সাথে কপালে ছোট কালো টিপ
আর ঢেউ খেলানো খোলা চুল
আর তোমার নিবিড় ভাবে অন্য পাশে তাকানো।


মুখে ছিল সাদা দাঁতের ঢেউ খেলানো হাসি
যা রিনঝিন ছন্দে ছড়িয়ে পড়ে চারিপাশে।
তোমায় কিন্তু শাড়িতে অসম্ভব সুন্দর লাগে,
আর তোমার সৌন্দর্য ছড়িয়ে পড়ে সর্বত্র।


ছড়িয়ে থাকা তোমার সৌন্দর্য
রুখে দাঁড়ায় আমার পথ।
আমি দাঁড়িয়ে অবলীলায় অবলোকন করি
তোমার সৌন্দর্য আর তোমার স্নিগ্ধতা।


তোমায় কিন্তু শাড়িতে অসম্ভব সুন্দর লাগে।।
সম : বিকেল
স্থান জগন্নাথ বিশ্ববিদ্যালয়।