ঝিঁঝিঁ পোঁকার শব্দে গভীর করা ধূসর রাত, ভুলে যাওয়া কত চেনা গানের কলি ,অতীতের কত মধুময়
সবুজ স্মৃতিরা ভেসে
আসে এই উজাগরী রাতে।


যে স্বপ্নগুলোর অসম্পূর্ণ রঙ তুলি ঝর বিধ্বস্ত বনানীতে পড়ে রইলো--- সেই, স্বপ্নগুলো আঁকাই হলো না ।


সুর্যের রং ঢেলে তো আকাশ
নীল হয় ,যদি আকাশ
হয় রং বিহীন ----কেমন লাগে তখন?
তাই ,তোমার রঙে আমিও
রঙ্গীন হতে চাই।


হে আকাশ!!
মোর আকাশেতে সকল নীল
ছিঁটিয়ে দাও ,রঙীন করে
তোল মোর আকাশ !!


হে বিশ্বশিল্পী!!
মোর স্বপ্নগুলোয় তোমার
তুলিকাতে রং ছিটিয়ে দাও --


আমি রঙীন হই !
আমি কবি হই !
সবুজের সমারোহে
আমি সবুজ হই।          ঃঃঃঃঃঃঃঃ