আমি আমাকে পাই কবিতায়
জ্যোতির জ্যোতিতে,রবির কিরণে
নজরুলের,বিষ্ণুরাভার বিদ্রোহের মাঝে।


আমি কবিতা খুঁজি
বিন্দুর সন্ধানে সিন্ধুর গভীরে
বংশানু থেকে শুক্রানুতে,
অনেক কাঁটার মাঝে আর
মানবের মানবতায়
কবিতা খুঁজি আমি,,,!


আবার কখনও যাযাবর হয়ে
সমুদ্রের তটে,দেশে দেশান্তরে
মরুভূ প্রান্তরে,কখনও হাটে-বাজারে
কবিতা খুঁজি আমি,,,।
কখনও সমন্বয়ের, ভ্রাতৃত্বের,দেশাত্মবোধের
কখনও ফুলের রেনুতে,রুবি-পোখরাজে
সাদা বলাকার ছন্দহারা হাটে।
কবিতা খুঁজি আমি,,,!


আজও দৈন্যতা ছাড়েনি পাখার আঘাত
কবিতার খাতার নূপুর ছন্দে
ক্লান্তির আভাসের গ্রাস
পাইনা না খুঁজে কবিতা আমি।


পাই শুধু,দ্বিধা দন্দ্বহারা চৈতি হাওয়া
পাইনা আমি আমাকে কবিতায়
তাই আমি কবিতা খুঁজি,,,!
             ন হন্যতে:-
আমি শুধু আমাকে পাই কবিতায়!
মানুষের আশার আলোয় মানবিক
আর মানুষ হবার ছন্দে,,,।