আমি সময় বলছি    ।। অলোক সরকার।।
...............................................................


আমি সময় যাকে তুমি কাল বলো
আমি আছি অনাদি কাল থেকে।
আমি কাল মহাকাল আমার বুকে
সৃষ্টি হলো চন্দ্র সূর্য্য গ্রহতারা
আমি অন্তহীন রূপহীন কায়াহীন দেখি আমি সমস্ত জগৎ  প্রপঞ্চকে।


আমিই ঘুর্নিয়মান করি ব্ৰক্ষ্মান্ডের রথচক্র। আমার ঘাত প্রতিঘাতে জন্ম হয়
পাহাড়, পর্বত, নদী,সাগর
মহাসাগর মরুভূ প্রান্তর ।
সূর্যের আলোয় জাগিয়ে তুলি জীবজগতের উন্মেষ।
আমার স্কন্ধে উঠে যত কীট পতঙ্গ
ঝরে পরে ধুলায় বিলীন হয়।
সমগ্র ঘড়ি চলে টিক্ টিক্
গ্রীষ্ম বর্ষা শরৎ ঋতু চক্রে আমার
শ্বাস প্রশ্বাসের রূপ নেয় যেন জাতিস্কার।


গাছের পাতা ঝরে ফুলে ফুলে
সাজে সুন্দর পৃথিবী
ফুল ঝরে গেলে ফলের ভারে
দোলে বৃক্ষলতা গুল্ম।
রূপান্তরের মাঝেই সময়ের রূপ
প্রকৃতির বুকে অদৃশ্য হাতে এঁকে যায় ছবি।


রেখে যায় যুগজয়ীতার মর্মর স্বর্গীয় প্রেমের সোনালী স্বাক্ষর।
কালচক্র ঘুর্নিয়মানের মাঝে ধ্বংশ
করি পুরানো পৃথিবীর।


সময় নদীর বালুকায় পড়ে রয় শামুকের খোল,শিলালিপি, ভগ্ন অবশেষ সভ্যতার।
আর যেন জেগে ওঠে এ ধরায় এক নবচেতনার উন্মেষ।