159 তম জন্মদিনে
      প্রনাম তোমায়ঃ-



হে অগ্রজ! হে বিশ্ববন্দিত কবি!


বিনন্দিত পৃথিবীতে বেঁচে থাকার দিনগুলিতে কিছু কিছু সূক্ষ্ম
অনুভূতি, জীবন ও জগৎকে
গভীর ভাবে উপলব্ধি করার
কলাত্মক দৃষ্টিতে ছিল
তোমার সার্থক প্রয়াস।


হে রবি! হে একেশ্বর সুর্য্য!
তোমার অমূল্য সৃষ্টিতে আছে
মানুষের সৃষ্টিশীল চেতনার উন্মেষ,
তোমার সংগীতের ধ্বনি-মধুরতা
যেন উদিত সুর্য্যের স্পন্দনে
উদ্ভাসীত  জীবন মুর্চ্ছনার
বহু বাঙ্ময় প্রকাশ।


হে অগ্রজ! হে বিশ্বকবি!
জীবন গড়ার প্রচেষ্টাকে সজীব
করে তোমার প্রয়াস ছিল গতিশীলতা।


হে অগ্রজ! হে উজ্জ্বল নক্ষত্র ! কবিশ্রেষ্ঠ!
বিশ্বাস, প্রত্যয়, মানবতা-বাদের আর
একলা চলার উত্তোরত্তর মিছিলে
তোমার স্ব-ক্ষমতার আপন
সৃষ্টিতে আজীবন আলোর
উৎস খোঁজাখুঁজিতে ভালোবাসা
প্রেম আর দায়ব্ধতার মহৎ
চিন্তার শিল্প সাধনায় তুমি
রবে যুগ যুগে--------------


হে কবি! হে প্রাজ্ঞ-সাহিত্য-পুরোধা!
তুমি রবে সব সাহিত্য প্রেমির হৃদয়ে যুগ
যুগান্তরের আলোক বর্তিকায়
তোমার অনবদ্য সৃষ্টির আত্মোৎসর্গীয়
সাহিত্যের ঝংকারে।


      ঃঃঃঃঃঃঃঃঃঃঃ