কেন মানুষের ভেতরের
হিংস্রতার আদিম পশুটা
ক্ষণে ক্ষণে জেগে ওঠে ?

তবে কি মানুষের সংঘাত-সংঘর্ষময়
জীবনের এটাই অপরিহার্য
ললাট লিখন ?

সভ্যতার বিবর্তনে আলোকের দীপ হাতে
কত  নবী-মহাপুরুষের পূন্য স্পর্শে
পৃথিবীর ধূলি পবিত্র হয়েছে।

তমসার আবরণ ভেদে
আমরা তো আলোক তীর্থের যাত্রী।
তবে কেন এক রক্তপাত ?

তাহলে এটাই কি সৃষ্টি রহস্য ভেদের
আর এক নির্মম সত্য !

হিংসা হয়তো মানুষের জীবনের এক সত্য
কিন্তু শেষ সত্য তো নয়।

মানুষের শুভ চেতনার মধ্যেই হয়তো
রয়েছে স্বাভাবিক সুস্থ্যতা
তিমির হরণের তৃষ্ণা
আলোকের পিপাসা....
আর তাতেই ঘটবে
বিকৃত চেতনার বিনাশ ।

নিশ্চিত,মানবতার মন্ত্রেই উচ্চারিত
হবে বিশ্বাত্মবোধের।