এক ঝাক ঝরো বাতাস
মোর হৃদয়ে  বাসা বেঁধে
মোর হৃদয়ের মনিকোঠায় উপবাস করছে।
মোর সবুজে আবৃত হৃদয়
অভিমানে ভারাক্রান্ত।


অভিমানের দরজা ভেদে নীলিম আকাশ
নেমে এসেছে মোর ছোট্ট
হৃদয়ের ঝুপড়ি ঘরে।
অথচ,
একদিন তুমিই অভিমানের ঝরো
বাতাসকে গোপনে গোপনে
আস্তে আস্তে মোর হৃদয়ের মনিকোঠায়
বপন করে দিয়েছিলে।
যা আমি অনুধাবনই করতে পারিনি।


আন্তরিক সময় গুলোতে
তুমিই আমাকে অভিমানের আদিপাঠ শিখিয়েছিলে মনে পরে কি তোমার?


আজ ক্রমশ
মোর হৃদয় থেকে হারিয়ে যাচ্ছে অভিমান
কিন্তু অভিমানের ঝরো বাতাসকে
হৃদয় থেকে হারিয়ে দিতে
আজ দুরু দুরু কাঁপছে হৃদয়।