পাপিয়া!
যদি কখনও ভালোবাসা ফিরে আসে
তবে মনে রেখো কোকিলও ফিরে
আসবে শিমুলে ।


আরো কত প্রেমিক পাখি ইতিউতি
ডেকে যাবে কোন গাছের আবডালে।
বলে যাবে নির্ভীকতায়! প্রেম শাশ্বত ।
প্রেম হয়ে যায়,আর বলে যায়
যে ভালোবাসে তার কাছে ফিরে যাও।


প্রতি ফাল্গুনে কোকিলও তো
ফিরে ফিরে আসে শিমুলে।
প্রতি ফাল্গুনের সূর্যোদয়ের কিছু আলো
প্রতি সূর্যাস্তের অমলিন কিছু আলো
গায়ে মেখে যা কিছু সুন্দর যা
কিছু ভালো তা নিয়ে ফিরবো না হয়
এটাই তো নিয়ম এটাই তো হয়।
প্রানের উচ্ছ্বাসে চোখের মায়ায়
ধরা দেবে দুটি প্রান বহু জমাট তৃষ্ণায়
ভালোবাসা আর আলিঙ্গনের আস্ফালনে
প্রেমিক প্রেমিকার দেখা হউক,,,,
শোনাক কিছু কথা কিছু গান কবিতা
তরুলতা স্বপ্নের পায়ে শেঁকল পড়াক।