মাজুলী নদী দ্বীপের সবুজ
বনানী এনে দিয়েছিলো
হাজার প্রেমের অঙ্কুর।
নির্জন বকুল গাছের নিরিবিলি, শীতলতা ধুয়ে দিয়েছিল জীবনের
অনেক উদাস আবেগ ।
খুঁজে পেয়েছিলাম জীবনের
এক সুন্দরতম দিন।


নদী দ্বীপের অনেক গাছের সবুজ পাতার ফাঁকে আর মিচিং রমনীর মনোরম আপ্যায়নে খুঁজে পেয়েছিলাম অনেক প্রেমের দস্তাবেজ।


হৃদয় মাঝে সৃষ্টি হলো যেন এক
প্রারম্ভিক অনুরণন.....।
ঝিলের মাঝে কামচড়াইদের রাঙ্গা
ঠোটে কল্লোলিত হ'ল ঝাঁক ঝাঁক
মলয় সমীর আর তারই মাঝে ঝংকৃত হলো এক জীবন সংগীত।


সপ্ত রঙের আলপনা এঁকে স্মৃতিতে রেখে নিলাম মৌনতার নীল আকাশে
এক রুপালি রঙের
অহীর ভৈরবী গীত               ঃঃঃঃঃ


**বিঃদ্রঃ- "মাজুলী "এশিয়ার বৃহত্তম নদী দ্বীপ। কামচড়াই=সাইবেরিয়ান পাখি। মিচিং=জন জাতি।