ঃ  জীবন! তুমি অনুপম ঃ


সহজ সরল সুন্দর এ জীবন, এক স্বচ্ছ জীবন পেয়েছি একটু আলাদা হয়ে
বেঁচে তো দে'খ।
প্রতিনিয়ত হত্যা হচ্ছে এ জীবন----
তাই এই মুহুর্তটাকে বেঁচে তো দে'খ।


আমরা বদলাতে পারি আমাদের চাওয়া কে ,পাওয়া কে, আমরা চলতে পারি অসম্ভব আর কঠিন পথে ---
একবার হেঁটে তো দে'খ!


সমাধান সকল ব্যথার আছে ,
আমাদেরই কাছে, স্বচ্ছ
জীবনের চাবিকাঠি সেওতো
আছে আমাদেরই কাছে --
তাই ,
নির্ভিক হও, দে'খ শত পরিবর্তনকে ।


'আলো' সাথে সাথে চলবে--- প্রদীপ নিয়ে হেঁটে তো দে'খ!
সহজ ,সরল ,সুন্দর, ----আর,,,
স্বচ্ছ এ জীবন !
এক-ই জীবন পেয়েছি--- একটু
আলাদা হয়ে বেঁচে তো দে'খ।
প্রতিনিয়ত হত্যা হচ্ছে এ জীবন-- তাই ,এই মহুুর্তটাকে বেঁচে তো দে'খ।  
--@@@@@@@@@@-