- কবিতা! কবির জীবন সমর,
                            


হে অমর কবি!
কবিতা তোমার সৃষ্টি ।
কবিতা তোমার ভাব- ভাষা, মিলন-অনুভূতি, বিরহ বেদনার বঃহিপ্রকাশ ।
কবিতা তোমার অপরূপ সজীব মনের শ্রুতিমধুর কল্পনা ।


তোমার উজাড় করা সৃষ্টি, অানে----
অনাবিল শান্তির মুর্চ্ছনা ।
তোমার ভাবের বণর্না ,মনের প্রতিবিম্ব। বাক্যর সাবলীল শব্দগুলো উজ্জ্বল গতিশীলতার প্রতিশ্রুতি।


কবিতা তোমার রূপ-লাবন্য
যেন প্রস্ফুটিত লাল গোলাপ,কোন সুন্দরীর ঠোঁটের লাজুক হাসি ,যেন
স্বপ্ত সু্রে শ্যামের  বাঁশী।


কবিতা কখনও তুমি মেঘদুত!
প্রেমিক প্রেমিকার বার্তা বাহক! আকাশের কালো মেঘ ,নয়নের কাজল
রি্মঝি্ম বর্ষা বাদল।


কবিতা !
তোমার নানা রূপ  ---
ভক্তিরূপে কখনও মনের শান্তি ।
কখনো আবার করুণ,,,,
কখনও চোঁখে জল নেমে আসে,
কখনো বা কবিতায়
প্রকৃতি আসে নবরূপ সাজে
কখনোও বা তোমার রুদ্ররূপ
মানুষের সুপ্ত মনে জাগিয়ে তোলে
সঙ্গীতের ধ্বনি ।
কখনো বা স্বদেশ প্রেমে ধ্বাবিত
হয় অগণন জনগণ !


কবিতা!তুমি তো চির যৌবনা !
তোমার প্রেমির মাঝে তুমি বেঁচে রবে চিরদিন চিরকাল অমর হয়ে----


কবিতা! তুমি তো কবির জীবন সবিতা..
কবিতা! তুমি যে কবির জীবন সমর।
       ---  @@@ ---