এক ঝাক পাখি উড়ে যেতে দেখছিলাম
নীলাম্বরের প্রান্তে প্রান্তে....
ওদের বৈচিত্র্যময় ওড়া গুলো যেন লীন হবে
ওদের অয়নান্তের আঁচলেতে।


সূর্য বর্নালীর উদ্ভাসিত হলুদ রঙের
স্বপ্নীল পল তাড়া করে করে
চলছিলাম আমি।


রাস্তায় দেখা পেলাম এক বৃদ্ধের
তাঁর বির্বণ মুখমণ্ডলে জীর্ণ দিনের রেখা
নিঃসঙ্গতার সাথে ওঁর আলাপ।


আর দেখলাম এক বিবর্ণ গাছ যোজন দুরে।


এভাবে চলতে চলতেই পৌঁছে গেলাম
এক সবুজে ঘেরা প্রাণবন্ত শহরে
মোর নিলিময় স্মৃতি দূরে সরে গেলো
অন্য এক নীল নিলিমায়।