পাপিয়া!
তুমি দুচোঁখ ভরে দেখলেই যদি....
প্রেমের পৃথিবীতে সুখের জোৎস্নার
আলোক বিচ্ছুরিত হয়....
তবে,
মোর দুচোঁখের কোনো কোনে
রঙ্গিন স্বপ্ন হয়ে ছড়িয়ে পরো ।
পাপিয়া !
তুমি সুখে হাঁসলেই যদি.....
আমার প্রতিটি দুঃখগুলো
পুলকিত হয় বারেবারে....
তবে,
তুমি মোর জীবনের প্রতিটি
চলার পথে প্রেরণা উদ্ভাসিত উষ্ণ
দু'হাতে আমায় জড়িয়ে ধরো...!
পাপিয়া!
তোমার নিঃশ্বাসের পরির্বতনে
যদি শীতের নিঃশেষিত রাতগুলো দীর্ঘায়ু হয়...
তবে,
বুকের ওমে মাথা গুঁজে শুনতে দিও...
তোমার হৃদয়ে সাজিয়ে রাখা
আশা নিরাশার স্বপ্নে রচা
আমার অব্যক্ত ! কবিতাগুলো...!
-----------------------------------------
-------------------------------------------