ঃপাপিয়া                


পাপিয়া ! আজ কোন বাগানের শোভার প্রতিমূর্তী তোমার দেহশ্রী? আজ কোন বাগানের চার প্রাচিলে আবদ্ধ গোলাপ চাঁপার মাঝে তুমি কৃএিম হাঁসি হাঁসছো?
পাপিয়া!
তুমি জানোনা,বিহঙ্গের কলতানে
ধূসর আভায় রাতের হয় অবসান,
দিগন্তের কালো পর্দাটির স্মরণে দেখা দেয় রবির রক্তিম আভা।
প্রকাশের উজ্জলতায় আবারও গাঁথা হয় হাজারো সপ্নের মণিমালা।
পাপিয়া! হয়তো তোমার ভালো লাগেনি এ অবধ্য রুপটি যদিও এ রুপের আকাশে ছিলো অজস্র তারকা।
আমি সাজাহান নই যে, তোমায় রেখে যাব
কল্পনার কোন স্মৃতিচিহ্নে,
আমি কবি নই যে,তোমায় রেখে যাব কুশলী হাতেগড়া কোন কাব্য-আল্পনায় !


আমি এক সধারণ মানুষ ,,,,
বুকভাঙা কান্নাই আমার অভিব্যক্তি ।
তাই হত-কল্পনার সৌধে বসে থেকে,,,ঝর- ঝরে- ঝরিয়ে দেব বুকভাঙ্গা কান্না ,,,,,,পাপিয়া!!
             --ঃঃঃ---
                     18.04.2020.