মনটাকে টুকরো টুকরো করে
বিষাদভরা দু'চোঁখ ভেদ করে
বিষাদময় হৃদয়ে আমি
ফেলে রেখে আসি
প্রজন্মের গভীর স্বপ্ন
স্বপ্নাতুর ভবিষ্যতের সন্ধানে।


সময়ের প্রত্যাহ্বানকে ভ্রুকটি করে
শিকার খুঁজি জীবনের আদিপাঠে
নগ্নতার উপপাদ্যে ।


রূঢ় বাস্তব এই পৃথিবীর
কত কোমল এই জীবনকে জোর
করে ঠেলে দিয়ে নগ্ন
বাস্তবের এই পৃথিবীতে
সাগরের মতো নীল চোঁখে খুঁজে
ফিরি স্বপ্ন উদ্ভাসিত হোক বলে।


টুকরো টুকরো দুঃখের সমাধির
লোনাক্ত শোকের রূপ.....
আমরা জানিনা আমাদের
প্রত্যাশাগুলো আসলেতে কি?