পাপিয়া!
মনে হতে পারে আমি
বিলিন হতে চলেছি কোন
অতলান্তের গভীরে।
কিন্ত,
বিশ্বাস করো এখনও এখানেই
আছি আমি অদ্ভুত এক
মায়াজালে বন্দি হয়ে।


স্বর্গের শুশোভিত আলোয় কেনই বা
বারবার আবিষ্কার করি নিজেকেই।


নিজেকে খুঁড়েছি বারেবারে বেদনাহত
অন্তরের নির্মল রূপ রসে!
যে রক্তক্ষরণে ভিজেছে মন এতটাই
গভীর ভাবে তোমাকে পেতে!
আমারই শিল্পে লুকোনো কোন এক
বেদনা বিহীন এপিটাফে।