মহুয়া ! বনে বনে ফোঁটে ছোটো সাদা ফুল,
বুক ভরা মধু ।

শুস্ক পএে পদক্ষেপের গুঞ্জন ।
ধীরে ধীরে এগিয়ে আসে শিকারী শার্দূল।


বুকের মধু নিঃশেষে শোষিত হবার আশংকা গোনে মহুয়া।  সারারাত ধরে খসে পড়ে শুস্ক পর্ণের দল।
ওদের বুক মাড়িয়ে সড় সড় শব্দে
এগিয়ে চলে রাতের আতঙ্ক ..
"শঙ্খচুড়়ী "


রাতের আকাশে ওঠা আঁধভাঙ্গা চাঁদ। রহস্যকে করে আনে আরও নিবিড়, ফ্যাকাসে আলোয় কেঁদে ওঠে বন।
"আত্মঘাতিনী,,, !

চাঁদ চলে পূর্ব পানে রাতের
শুভ্র বনানির বুকে ।
টুপ টাপ ঝরে পরে  মহুয়া ফুল
বুকভরা রিক্ততা নিয়ে।