আলু-থালু জীবনে
হঠাৎ পাপিয়ার সুগন্ধ ছড়ানো স্লাইক্লোনের আবেশে ভরা কোনো এক
প্রেমবন্ধনের আগমনির গান
এ যেন জীবনের প্রতিপল নাটকের এক একটা দৃশ্যর উদ্বোধন।


নাই কোন স্থির পরিচয়! প্রেমের মাঝে
দেখি অস্তিত্বের আর রক্তের সমন্ধ
এ যেন এক বিস্ময়তার শিহরণ ।


প্রত্যাশার নির্জনতায় নব প্রভাতের বেদনার দু'ফোটা চোখের জল
স্বপন রচে এক জোনাকী প্রভাতের।
যা মৃত্যুর পরেও রচে যাবে
জীবনের অন্য সমাধিস্থল।


সেথায় পাপিয়ার ছড়ানো গন্ধের আর সত্বার আর্দশ গুলো অনুরণিত হবে
অন্তর তরঙ্গে এক সুনির্মল স্বচ্ছতার আলোকের শঙ্খনাদে।