কয়েকটা অস্ফুট সাংকেতিক শব্দ
ডুবে গেলো নৈঃশব্দের অতলান্তে!
আমার নীরবতা ভেঙ্গে গেলো।


অসাবধানতায় ভাঙ্গে সব কিছুই
লাগালের মধ্যে সবই নশ্বর।


চোঁখ খুললে দেখতে পাই
আমার ষাট বছরকে,
খুড়িয়ে খুড়িয়ে চলতে গিয়ে
আজ ভীষন ক্লান্ত।।


চোখ বন্ধ করতেই এগিয়ে আসে
প্রাক-তিরিশের দিনগুলো
মরশুমী ফুলের মতো
হাত ধরে আবার এগিয়ে দেয়।


সাহসে আর আশায়
আবার চোঁখ খুলি
হাতের লাঠিটা খুঁজে পাইনা।


হারিয়ে গিয়ে তলিতে যাবার আগে,


এই প্রথম সবাইকে আলিঙ্গন
করতে চাই।