এই মুক্তোর মালায়, সুখ তো মেলেনা।
সুখ হয়েছে যে চুরি, সব ষোলো আনা।
দুঃখের সাগরে ভাসি, মুখে তবু হাসি।
কুড়িয়েছি তো দুহাতে দুঃখ রাশি রাশি।
জনমটা গেল ফুল কুড়াতে কুড়াতে,
হয়নি তো গাথা মালা বিফলে এ বেলা।
ফেলে এসেছি তো তারে রঙিন অতিতে,
জীবনটা গেল তাই, ক্ষতিতে ক্ষতিতে।
সুখ খুজে বোকামন দুঃখই পাইলা।
কেউ কথা রাখেনি মানে না তো মন,
কবিতায় আজো খুজি বনলতা সেন!
নষ্টালজিক এ আমি ভুল সাধনায়,
হীন এ ভালোবাসায় কাদি বেদনায়,
ভালো থেক ভালোবাসা এই বরষায়!