বাঙালি কি আজব আদ্ভুদ্
প্রানিরে ভাই,
কথায় কথায় দু এক কথা একটু বলে যাই।
.
গেলাম একদিন যেন কোথায়
তাও অনেক দুর,
জিঙ্ঘাসা করল তুমি কে হেতা?
কোথার বাহাদুর?
বললাম আমি মুসাফির।
আর আজব বাঙালি!
হাতে পাচ আনা দিল
ভাবল আমি কাঙালি!
.
চলে গেলাম অন্য কোথাও,
অন্য শহরে,
দেখি তাস খেলা নিষেধ!
ভাবলাম কি ভালো বাঙালি!
পরে দেখি তাসই নিষেধ তবে জুয়া খেলায় ডাঙুলি।
.
তাই অভিমানে গেলুম চলে এক অচেনা দ্বীপে,
দেখি সেই দ্বীপেতে কোন দেবদা করেছে যেন আর্শিবাদ
সেই দ্বীপেতে টাকার একটা গাছ, আর দুষ্ট ধরার ফাদ।


কিছু টাকা দেখালাম আর বলিলাম বিক্রি করবে গাছ,
দেখি কিছু ছোড়া বেচবে বলে ছুটিছে পাছ পাছ!