বহুবার জানতে চেয়েছ,
আমি কে?
বলার মতো সৎ উত্তর
কখনো ছিলো না আমার,
আমি যা বলব
তা সবই তো আমার বাহির।
আমার ভেতরটা কিভাবে দেখাবো তোমায়?
ভালোবাসি তার প্রমান
চেয়েছ বহুবার,
আমার হাট বের করে দেখানের কথা ভাবছি বহুবার।
কিন্তূ তাহলে বিশ্বাসের পর ভালোবাসবে কাকে?
আমার নিথর দেহটা কে?
কোনো প্রমান মেলেনি তাই আজো।
কিন্তূ প্রেয়সি!
ভালোবাসি!
খোদার কসম ভালোবাসি!
আবার এসেছি তোমার দ্বারে,
এবার যদি ফিরিয়ে দাও,
তাহলে দাও,
আমি চলে যাব সিগারেটের দোকানে,
একটার পর একটা অজস্র সিগারেট পুরিয়ে ফিরে আসবো তোমার কাছে,
বুক ফুলিয়ে চিৎকার দিয়ে বলব ভালোবাসি!
তখনো হয়তো চাহিবে প্রমান,
আমি একটা সিগারেট  হাতে দিয়ে বলব!
আমাকে জানতে হলে সিগারেটের কাছেই জেনে নাও,
কারন একমাত্র সিগারেটের ধোয়াই আমার ভেতরটা দেখেছে বহুবার।