চিন্তাধারা


__আয়ান হাসান


_________________________


কি বলিল রবিন্দ্রনাথ,
নজরুল কি বলিল,
বলেছে তো তাদের কথা
তুমি কিছু বলো।
কে করিল বিশ্বজয়,
আর কার চেয়ে কে বড়,
ইতিহাসে কি হবে ভাই
তুমি কিছু করো।
যাহা বলে মহাভারত,
তাহা ই বলে গীতা,
সত্য বলো মিত্র চলো,
তবেই তুমি জিতা।
নজরুল বলল কবিতায়,
আর লালন ফকির গানে,
ভেবে দেখ বলেছে যা
এক ই তার মানে।
লিখলে তুমি তার মতো হয়
তারও তো হয় তোমার মতো!
কোন ভাষায় আর কত
অক্ষর
নয়তো শতো শতো।
ভেঙে ফেলো সব জড়তা,
তুমি থাক শক্ত।
কেউ পায় জয়, কেউ
পরাজয়,
সবার একই রক্ত।
যে ভাবেই ঘুমোয় তুমি
একই ভাবে হবে ভোর,
যে সমাজে কেই মহৎ,
সেই সমাজেই কেহ চোর।
এর কারন সব মনের
অমিল ভিন্ন চিন্তাধারা,
টাক থাকে সে পরচুলেতে
চুল পেয়েও কেউ ন্যাড়া।
জিবন সে তো অংকের মতো,
সূত্র যাহাই করো প্রয়োগ,
কিবা করো ভাগ গুন যোগ
কিবা করো বিয়োগ,
সব রকমেই করলে প্রয়োগ
পাবে ফলাফল,
শুধু করো সুখের ছোয়া,
কারো চোখে জল।