যদি রাখো কে মারিবে?
যদি মারো কে রক্ষিবে?
যদি করো পার
কে হবে রুদ্ধদ্বার?
যদি দাও তুমি দ্বার
কে করিবে পার?
তুমি ক্ষমতাময়ী
আর ক্ষমতা আছে কার?


তোমার ইশারায় সূয ওঠে
চন্দ্র হাসে আকাশ পানে,
মেলা তোমার খেলাও তোমার
তোমার খেলা কে বা জানে?
তুমি চাইলে লোহাও ভাসে সাগর জলেতে,
করতে পারো সোনাও মাটি তোমার বলেতে,
তোমার তুলনা হয়না কোনো
তুমিই তোমার তুলনা।
তোমার খেলায় শূন্যলতা,
নাই পাতা ফল ফুলও না।


সপ্তম আসমান এক করিলেও
তোমার সমান নয়,
তোমার কৃপায় ই
উহুদ, খন্দক, বধর যুদ্ধে জয়।
তোমার তৈরি মানবজাতি,
করি তোমার বন্দনা,
সব কিছুই তোমার হাতে,
জীবন, মরন, সান্তনা।
বিনা সুতায় গাথা মালা,
আকাশ, সূয, তারা।
চলে সব যে যার মতো,
সবই তোমার ইশারা।
কত বলব গুনের কথা?
হবে না তো শেষ।
বলতে বলতে হয়ে যাবে,
জীবন নিঃশেষ।