যদি আসি ফিরে হঠাৎ
      করে
কোনো এক বিকেল বেলায়,


সেই ঠিকানায় নদীর ধারের
হেলানো বকুল তলায়।


তুমি কি আবারো নতুন
করে
জড়াবে ভালোবাসায়?


তুমি কি আবারো নতুন
করে
শিখাবে কান্না আমায়?


জানো আজকাল খুব
বদলে
গেছে আমার সময়!


এখন আর চাইলেও কাদতে
পারিনা,
এমনকি হাসতেও পারিনা।


কিছু পাখি আছে
যারা
বেলাশেষে হয়তো ঘরে
ফেরে না!
আমিও আজকাল তাদের দলে!


যদি আসি ফিরে
তোমার হেমন্তের শহরে,
কোনো এক
অথিতি পাখির বেশে।
তুমি কি চিনবে আমায়?
আর একটা বার কি
জড়াবে তোমার
মিথ্যে ভালোবাসায়?


তোমায় দেব জনম
জন্মান্তরের প্রেম,
বিনিময়ে কিছু অস্রু
দিও আমায়!


তোমায় দেব এক
হিমালয়
শিতল পরশ!
বিনিময়ে কিছু দহন
দিও আমায়!