১)
মানব জীবন লোকাল
বাসের মতো,
কখনো স্থির আবার
কখনো গতিশীল।


২)
আমি ও একদিন হাড়িয়ে
যাব,
আন্তঃনগরের ট্রেন ধরে,


আর ফেরা হবে না
মায়ার
এই স্টেশন চত্তরে।


৩)
মানব জীবনটা লাটিমের
মতো!


ঘুরতে ঘুরতে
একদিন থেমে যাবে।