কারো জন্য জিবন
থেমে থাকে না,
জিবন ঠিকই চলে যায়
বহমান নদীর মতো।
বুকের মাঝে তবে থেকে যায়
কিসের যেন এক শূন্যতা।
লাশ হয়ে যায় শপ্ন শত।


হ্রদয়টা হয়ে যায় কুলটার
মতো
হয়না কোনো সন্ধি-বিচ্ছেদ।
মানুষটাই
চলে যায় দুঃখের দখলে,
আর
সুখ হয়ে যায় উচ্ছেদ।
কিন্তূ
জিবন থেমে থাকে না।
সে চলে যায় রিকশায় করে
তবে মানুষটার পিছুটান
স্মৃতির মিছিলে।
জিবনটা হয়ে যায় অথহীন।
সবসময়
হাসিখুশি থাকা মানুষটাকে
হয়তো করে নিরব।
আর সুস্থ স্বাভাবিক
মানুষটাকেও করে দেয়
পাগল।
কিন্তূ জিবন সে তো চলেই!
তবে সেটা চলে
মাঝিহীন নৌকার মতো
উদ্দেশ্যহীন।