কেউ কথা রাখেনা
  এই
একুশের শতকে,


সুধু কথা দিয়ে
নিজের স্বার্থ লুটে,


আমার বোকামন কান
পাতেনা
আমার কথায়,


তাই ধোকা খায় বারবার।


সবাই কথায় রাখে
জিলাপির প্যাচ,
আর আমি পড়ে যাই
মিষ্টির লোভে,


তাই পাছে না ভেবেই
হয়েছে ব্যাস,
আর অবশেষে ফেটে পড়ি
ক্ষোভে।


মাথায় হাত দিয়ে প্রেয়সী
বলেছিল,
ভালোবাসি!
আর বেলাবোস কে
কতনা ধিক্কার!


আমার হ্রদয়টা মোমের
মতো গলেছিল,
ভালো বাসাবাসি এক
বিশাল অঙ্গীকার।


তবে আজি এ লগনে
আমার কাছে
জলের মতো পরিস্কার।


কিছু কিছু মানুষ
উকুনের মতো স্বাথপর!


যার মাথায় বসবাস,


তারেই খায় বারোমাস।


কথা রাখেনা এই
ভেবে
কি হবে ছেড়ে দীর্ঘশ্বাস।


শুধু বলে যাই একুশ
শতকে,
কাফনে কেউ জড়ালেও
ভাববে
না আসলেই লাশ।


রাজাপুর ঝালকাঠী
বাংলাদেশ।
৭:৫০ মিনিট