দেয়ালে ঠেকিলে পিঠ ললাটে পরেনা ছাপ।
সুচনাতে পিছাইলে পা পেরানো হয়না ধাপ।
নিশিতে মাড়ালে পথ দেখা হয়না পদচিহ্ন।
দিবসে দেখিলেও সহজ আধারে সবে ভিন্ন।
অন্য ব্যথায় হইলেও কাতর, ভিতরে সেও পাথর।
কুকুরের পদে আর্বজনা যা, আর্বজনা সে মাখিলেও আতর।
বিরহতে করিলে কান্না, সুসময়ে কারো ধার না।
সুখের অংশ যা দিবার দাও, দুঃখের অংশ হয়েছে আর না।
অজন যা সব প্রাপ্য ছিল, ব্যথতা সে নিয়তি দিল।
বেচে গেলে ভীর পালোয়ান, মরে গেলে খোদায় নিলো।
বলব কি আর এসব কথা আমিও ভাই তাহার ঙ্গাতী।
স্বাভাবেতে নিম্ন হলেও শ্রেষ্ঠ মোরা মানব জাতি।
আধার পথে সাথে চলো, আলোর পথে ভাই এসোনা।
অন্য ব্যথায় সুখ পেলে ভাই, নিজের বেলায় কেন হাসো না?
যদি কেহ খাচ্ছে মোয়া, লোহা চিবাও ভাই?
আপন ঘরে খুব আড়ালে কলার বিচি খাই।
সুখ খুজে ভাই রুখ হলেও , সুখ পাবেনা কোথা।
যদি তুমি না বুঝ ভাই অন্য হ্রদয়ের ব্যথা।
সুখ হবে ভাই মরিচিকা সুধুই ধোকা দিবে।
সেই সুখই ভাই আপন মনে জায়গা করে নিবে।
যদি থাকে আত্নতিপ্তী।