আজ নিশাচর জিবনের সন্ধানে,


আজ নিশাচর স্বপ্ন ছোয়ার আকাঙ্ক্ষায়,


আজ নিশাচর দুরর্দশার দৈত্যের তাড়ায়,


আজ নিশাচর হতাশার দেবীর প্রতারনায়,


আজ নিশাচর ভুল নক্ষত্রে পদাচারন তাই,


আজ নিশাচর সভ্যতার ভুল সংস্কৃততার দায়,


আজ নিশাচর চন্দ্রের মতো একবুক আলোর হাতছানি তাই।


আজ নিশাচর আপনাকে দেখিব বিন্যাস করে তাই,


আজ নিশাচর বিলাসের বন্যার আগমনির বাতায়,


আজ নিশাচর সাগরের বিশাল জলরাশির মতো অস্রু নিয়ে চোখে,


আজ নিশাচর ভোরের অপেক্ষায় দেখবো নতুন দিনের আলো,


আজ নিশাচর সূযের তাপ জুড়াতে জোসনার স্নানে,


আজ নিশাচর চাতকের মতো, মুক্তো বৃষ্টির অপেক্ষায়।


আজ নিশাচর দেখবো বলে সোনালি সকাল নিজে হাতে নিয়ে সূয।


এভাবে সপ্নের পেছনে ছুটতে ছুটতে আশার ঘোড়া খাবে একদিন ধুলায় হোচট।


হয়ত সকালের আগে ফুরিয়ে যাবে প্রদিপের যত তেল।


হয়ত সফলতার ফুল ফোটার আগেই ঝরে যাবে কলি।


হয়ত বৃষ্টির আগেই চাতকের ডানা যাবে ঝরে।
হয়ত জোসনার স্নানের আগেই শুকিয়ে যাবে সব জল।


হয়ত হিমালয়ে পা রাখার আগেই জমে যাবে সমস্ত উপশিরা।


একদিন লাল সংকেতে থামিয়ে দিবে চালককে!
কিন্তূ স্বপ্নগাড়ি ছুটবেই গন্তব্যে।