নিয়ম সে তো মুখেই মানায়
বাস্তবতায় কই?


অনিয়মের কারাগার আজ
বুকে চাপায়ে রই।


বইয়ের পাতায় সব মহত্ব
জীবন পাতা খালি।


মুখে মুখে সবে উদার
তবে পাবেনা এক ফালি!


বিচার করলে চোরের রাজা
মালিকের তো হবেই দন্ড!


থাকবে ভালো দিনের আলোয়
আধারে সবে ভিন্ন।


মাতার কোল ও তো নষ্ট করি
সবাই শিশুকালে!


তবে কেন বসা বারন
স্যারের চেয়ার বলে?


মা বাবা আর ওস্তাদ যদি সমানেতে রয়


তবে কেন সম্মানেতে
অধিকাযে নয়?


তৈরি হলো কোট কাচারি
সত্য ন্যায়ের জন্য


তবে উকিল মশাইয়ের আচরনটা
প্রায়ই তার ভিন্ন।


সত্যের পক্ষে আছে উকিল
মিথ্যের পক্ষেও কেন রয়?


পেলে সাপোট অপরাধেতে
আর কি আছে ভয়।


কোকিলের ডাক গান যদি হয়,
কাকের কেন নয়?


সব গায়কের সুরটা কি আর
একই রকম হয়?


স্বাথ দিয়া করি বিচার
আমি ও তার দলে!


তাই তো মানব জীবনটা
আজ প্রায়ই বিফলে।


যা বলি তা আমার আবেগ
মানতে আমিও নয়তো রাজি,


তবু আমি এসব বলে
মিছে মিছি ভালো সাজি।