বাসি না ভালো আর
তোমাকে,
ফিরে গেছি সে কখন,


করব কি তবু বলো?
আমি পারিনি ফেরাতে মন।


মন সে তো মানে না,
সে কি তবে জানে না?
নও তুমি আমার আপন।


আমি পারিনি!
আমি পারিনি! আমি পারিনি!
ফেরাতে মন।


বৃষ্টির জলের ন্যায়,
আর আমি তোমার গায়ে,
পড়িনা তো কবু ঢলে।


সুধু আজ কবিতায়,
তোমাকেই খুজে যাই,
ভিজে যাই চোখের জলে।


কেন এই কান্না!
চাই সে তো আর না,
তবু কেন সে সারাক্ষন?


আমি পারিনি!
আমি পারিনি! আমি পারিনি!
ফেরাতে মন।


ফাগুনের মোহনায়ে,
কোকিলের অভিনয়ে,
গাইলে তুমি কত গান!


ভেজা এই শ্রাবনে,
তা কেন নাই মনে,
হয়ে গেছে কেন ম্লান?


বল কেন ললনা?
জানি সে তো ছলনা!
মানে না তবু এ মন!


আমি পারিনি!
আমি পারিনি! আমি পারিনি!
ফেরাতে মন।


__গীতি কবিতা