আমি ভিন্ন সমাস
অন্য
কোনো ব্যাকরনে নাইরে,


তোমায় আমায় বড়
তফাত
কেমনে তোমায় চাইরে?


আমি তো খুব ছন্দহীনা
তুমি ছন্দে পূন,


তোমার তো হয়
দশ অক্ষে দশ
আমার দাড়ায় শূন্য।


তোমার স্বপ্ন গোছানো
খুব
আমার অগোছালো।


তোমার জীবন খুব
সাজানো
আমার এলোমেলো।


তোমার গুনে মাতাল পাড়া
তুমি অনন্য,


আমি তো এক নদমার কীট
আমি নগন্য।


আমি হলাম ঝড়া পাতা
তুমি ফোটা কোমল পদ্ম,


স্বপ্ন পদ্ম শুকানো মোর
তুমি ফুটেছ সদ্য।


আমি কৃষ্ণ গোলাপ
বিষাক্ত খুব,
ফুটি না কাননে,


আমার রূক্ষ হ্রদয়,
আমি মূথ প্রেমী
ভুল প্রেমের বানানে।


আমি সব দেবতার
অভিশাপ পাই
তুমি তো পাও বর!


আমার শহর তোমার নিবাস
আমি যাযাবর।