পেরিয়ে এসেছি কত গহীন অরণ্য আর
ধু ধু মরু, সাগর উত্তাল ।
স্বাদুপানি তবু টেনে নিয়ে গেছে দূরে -
আরো দূরে আকণ্ঠ পিপাসায়,
এখনো তৃষ্ণা জেগে থাকে চাঁদের মধ্যদুপুরে,
নিশারাত খান খান করে ভেঙ্গে দিয়ে ছুটে চলে
পলাতক সময়ের পরিচিত দ্রুতযান !    
যাপিত জীবন তবু স্বপ্নের খড়কুটো
যত্নে তুলে রাখে স্মৃতির ভাঁজেঃ  
আহা –যদি মাঘের শেষে ফের দেখা হয়ে যায়
দখিনা হাওয়ার সাথে, দূর অজানায় !