অন্ধকারে মশার কয়েলটা জ্বলছে
যেন নিশ্ছিদ্র কালোর কপালে ঝলমলে লাল টিপ ।
অন্ধ ধোঁয়া সারাটি ঘর হাতড়ে মরছে
কায়াহীন,
জ্বলছে মশার কয়েল- কমছে আয়ু
উদ্বাস্তু স্বপ্নেরা তার আধাঁরে মিথ্যে ধোঁয়া
উড়ছে নির্ভার বেপথু হাওয়ায় ।
বিদ্যুত- চলে-যাওয়া এ বাড়িতে বাড়ছে রাত
বারান্দায় ক্ষীণ আলো ,ঘর অন্ধকার;
অন্ধকারে মশার কয়েলটা জ্বলছে
এগিয়ে যাচ্ছে পরিণতির দিকে,
তার স্বপ্নের ঘোড়া কবে খোঁড়া হয়ে গেছে !


জ্বলছে কয়েল
ক্রমে নিঃশেষ হয়ে যাচ্ছে,
আধাঁরের তাতে কিছু যায়-আসে না
তাথৈ তাথৈ নাচে সে বিভোর অন্ধরাতে
আপন আনন্দে আত্মহারা !


কখন যে নামহীন স্বপ্নের উদ্বাহু উর্ধাগমনের দৃশ্য
দেখে দেখে নিশ্চুপ মাটিতে ঝরে পড়ে
মশার কয়েলের শেষ অগ্নিবিন্দু,
কখন যে...