পাহাড়ের আড়াল থেকে বেরিয়ে আসা
দুধসাদা এক নদী কবে জন্ম দিয়েছিল
যমজ সন্তানঃ সুরমা-কুশিয়ারা,
সে খবর আমার জানা নেই।
আমি দেখে এসেছি তার মায়ার বন্ধন,
অভিমানী সুরমার মুখ ভার করে
উল্টোপথে বয়ে চলা,
সে তুলনায় ভাইটি তো সুবোধ বালক!


শান্ত-স্নিগ্ধ বরাক সন্তানের মঙ্গল চেয়ে
অবিরাম ঢেলে দিচ্ছে পবিত্র জল
বুঝিবা স্বর্গসুধা অমরত্ব কামনায় !
বিকেলের মৃদু আলোয় মায়ের সাদা শাড়ীর শুভ্রতা
তিরতিরিয়ে কেঁপে ওঠে বরাকের বুকে,
মমতায় উদ্বেলিত হই আমিওঃ
মাতৃত্বের সমান্তরাল আবেগ মিশে যায়
নীরব স্রোতে,
যেমন মিশে যায় সন্ধ্যার আলো
রাতের আঁধারে।