নিজের জন্যে সুখ খুঁজতে গেলেই-
বিশাল পৃথিবীটা সংকুচিত হতে হতে
কবরের মতো ছোট হয়ে যায়,
সংকীর্ণ গলিতে দুর্গন্ধময় থিকথিকে কাদা লেপ্টে থাকে,
গা বাঁচিয়ে হাঁটতে গিয়ে দেখি -
উপরে আকাশ উপহাসে থুতু ছিটাচ্ছে,-
আমি লজ্জায় গ্লানি নিয়ে ফিরে আসি,
সুখের খোঁজে যাই না আর ।


আমি যখনই নিজের সুখ বিলাতে যাই-
সমস্ত প্রকৃতি অনাবিল আনন্দে হেসে ওঠে,
আমার অজস্র পরমাত্মীয়ের কুশল বিনিময়ে
আকাশের উদারতা হার মেনে যায়,
তখন কবরকে মনেহয়-রহস্যঘেরা অপরূপ
রূপের দেশের ছোট্ট তোরণদ্বার ।
সুখের সিন্ধুক খালি হয় না কভু
বিলিয়ে দিতে পারলেই বেড়ে যায়,
বেহেশতি সুধার প্লাবন নামে শূন্য ঘরে-
আমার অখ্যাত মাটির ঘরে ।