আমার প্রচণ্ড সাহসী হতে ইচ্ছে করে-
প্রবল স্রোতে নদী যেমন সাহস দেখায়!
লাভার ঢলে অগ্নিগিরি যেমন করে
মাঠ, জনপদ,ফুলেল শহর
মুছে দিয়ে যায়,-
তৈরি করে নতুন ছবি !


আমার তেমন ইচ্ছে করে
আরোপিত সব গণ্ডিগুলো ছিঁড়ে ফেলি,
নতুন কানুন, নতুন ভুবন
ইচ্ছে মতন উড়তে পারার
পাখির আকাশ পেড়ে আনি !


সাহসগুলো বুকের ভেতর
অস্ত্রাগারে বারুদ হয়ে
কড়া পাহারায় শুয়ে আছে ।
আমার কেবল ইচ্ছে করে
আগুন হয়ে জ্বলে উঠি চার দেয়ালে,
অনিচ্ছার ঐ সন্ধিপাতায় -
আমার করুণ জীবনধারায় ।