বিশ্বাসের রূপোলি চাঁদ গিলে খায়
গ্রহণের কাল,
প্রতি পূর্ণিমায় আমি তাই
ভয়ে ভয়ে থাকি ।
জোসনার আবাহনে জমে না আসর
মায়াবী উঠোনে,
সুরের মূর্চ্ছনায় একাকার হয় না
রাতের প্রহর...


ফুলে ওঠা জোয়ার লবণাক্ত করে দেয়
আমার নিরিবিলি স্বাদুপানির নদী,
একরাশ বিবমিষা নিয়ে
তেতোমুখে কোথায় পালাই ?


ক্ষয়ে যাওয়া চাঁদ ফিরে আসে বার বার,
ক্ষয়ে যাওয়া বিশ্বাস ফিরিবে কি
কখনো আবার -!