কিছুই টানে না আর আগের মতো-
না প্রিয় বই
না সঙ্গীত
না প্রিয় সংসর্গ;
জানি বদলে গেছে সময়-
বদলেছে এ মনও,
শামুকের মতো নিজেকে গুটিয়ে নিয়েছি কখন !
এখন শুধু সন্তর্পণে খুঁজে বেড়াই বোধিবৃক্ষের ছায়া,
হেরা গুহার তন্ময়তা আমন্ত্রণে উতলা করে
অন্তর্মুখী শাসনে ।
নিজেকেই অচেনা লাগে নিজের কাছে,
পরিচিত খোলসের আড়ালে পেরিয়ে আসি
কতো জন্ম-জন্মান্তর এক জনমে !
ভুল বুঝো না বন্ধু আমায়-
কুশল বিনিময়ের সাথে কথা শেষ হয়ে গেলো বলে ।


এক পথ শেষ হলেই আরেক পথ
খুলে দেয় তার সিংহ-দুয়ার,
এসো নিমগ্নতায় যাত্রা করি নতুন জগতে,
তুলে আনি অদৃশ্য অভিধান
ধ্যানমগ্নতার অতল থেকে,
থাক না কথা পড়ে কথাহীনতার আড়ালে,
নিজের ব্যাপ্তি দেখি না খুঁজে
সকল সীমানা ছাড়ায়ে ...