বয়স ডিঙিয়েছে জেদের পাহাড়,
চলে যাবো বললেই
চলে যাওয়া যায় না।
মৃত অগ্নিগিরির ধবংসস্তুপ গলাধঃকরণ করে
মুখ বুজে পড়ে আছি
এক কোণে-।


পরাজিত বন্ধুরা ম্লানমুখে
হাতের মুঠোয় বিশ্বাস নিয়ে
মাঠ ছেড়ে চলে যাচ্ছে একে একে ।


শেষ বাঁশি বাজার অপেক্ষায়
স্থবির আমি জনারণ্যে একাকী-
মাঠের তুমুল করতালির নিচে
বেমানান নৈঃশব্দ...
শিশিরের মত ঝরে যাচ্ছি,
ক্ষয়ে যাচ্ছি অচেনা রোদে ।


বয়স ডিঙিয়েছে জেদের পাহাড়,
চলে যাবো বললেই
চলে যাওয়া যায় না- !