বসন্ত এলো, চলে গেলো
কোকিল এলো, মন ভোলানো
ফুল ফোটানো প্রহর এলো-
ক্ষণে ক্ষণে দিনটা ভরে,
আমি শুধু দুঃখ পেলাম
সেই চিঠিটা এলো না তো !
এলো না তো কোকিল হয়ে
কিংবা কোনো ভোরের পাখি
ফুল ফোটাতে ।
নীরব রাতের আর্তনাদে
আমি কেবল তলিয়ে যাচ্ছি-
তলিয়ে যাচ্ছি অন্ধকারে ,
তোর সে চিঠির অপেক্ষাতে
আমি যে রে দাঁড়িয়ে আছি
অবেলায় এই স্টেশনে ।