এখন বড় আকাল চলছে ভালবাসার-
ক্রমাগত স্বপ্নেরা পলাতক পাখি হয়ে
আত্মগোপন করতে যাচ্ছে সুদূর দ্বীপে ।
বিষাক্ত ঠোঁট দিয়ে আকাশের নীলকে
অপরাজিতার শরীর থেকে ছিঁড়ে-খুঁড়ে
ফেলে দিচ্ছে অহংকারী কীট ।
হৃদয়ের রাজপ্রাসাদে আগাছারা
পরম শান্তিতে বাস করছে-
গোলাভরা ধান, গোয়ালভরা গরু আর
পুকুরভরা মাছের প্রাচুর্যে আমাদের
পূর্বপুরুষদের মতো ।
ফুলহীন বিষণ্নতায় ঝিমিয়ে পড়েছে
আমার শখের গোলাপবাগান
হৃদয়ের আঙ্গিনায়,
এখন বড় আকাল চলছে ভালবাসার
আমার ভেতরে ,
বাইরের পৃথিবীতে,
সর্বত্র...