যে ছেড়ে যায় যাক,
তুমি ছেড়ে যেও না ।
যে ভুল বোঝে বুঝুক,
তুমি ভুল বোঝ না ।
যে মন্দ বলে বলুক,
তুমি মন্দ বলো না ।
যে উপহাস করে করুক,
তুমি উপহাস করো না ।
যে এড়িয়ে চলে চলুক,
তুমি এড়িয়ে চলো না ।
যে চোখ ফিরিয়ে নেয় নিক,
তুমি চোখ ফিরায়ো না ।


তুমি গুটিয়ে নিও না
তোমার সম্ভাবনার হাত,
থমকে যেও না দেখে
সামনে কালো রাত ।