দেয়ালের প্রান্ত থেকে গজায় দেয়াল
ধানী জমি, শ্যামল বনানী আটকা পড়ে যায়
দেয়ালের কারাগারে ।
বাড়ে দেয়াল,বাড়ছে দেয়াল
কাছে ও দূরে, দেশে-বিদেশে ;
মনে দেয়াল, দেহে দেয়াল
দেহের বাইরে ঘরের দেয়াল
(তবুও বেশি মনের দেয়াল)
মানুষে-মানুষে হাজার দেয়াল,
পাশাপাশি তবু অজস্র দিবসের
করুণ আড়াল !
মানুষ তো মূলতঃ একাই চলে
জন্ম থেকে মৃত্যু অবধি, তারপরেও-
মানুষ দেয়াল ভাঙ্গতে আসে ,
সব নীচতার ঊর্ধে যারা জেগে থাকে-
তাদের চলা থামে না কখনো,
যুদ্ধ থামে না যুদ্ধের পরও,
দেয়ালের পিছে দেয়াল দাঁড়িয়ে
তার পথে দেয় বাধা ,-


মানুষ সামনে চলতে জানে
বাঁচার মতো বাঁচতে জানে
ফুল ফোটাতে মরতে জানে
দেয়ালগুলো ভাঙ্গতে জানে-।