ভালোবাসা মোহ নয়, মোহনীয় সুখ
বিরান,উপোষী মাঠে ফসলের মুখ ।।


আলোর পরশে সরে আঁধার যেমন
প্রেমের ছোঁয়ায় জাগে হৃদয় তেমন,
প্রেমিকের তরে মন সদা উন্মুখ ।
ভালোবাসা মোহ নয়, মোহনীয় সুখ
বিরান,উপোষী মাঠে ফসলের মুখ ।


বিশ্বাসে ভর করে পথচলে দুজনে
ফুলবনে পাখি যেন খুনসুটি-কূজনে,
স্বপ্নরঙিন দিন আহা অপরূপ ।
ভালোবাসা মোহ নয়, মোহনীয় সুখ
বিরান,উপোষী মাঠে ফসলের মুখ ।


আবেশে তনু-মন শিহরায় অকারণ
হারানোর ভয় তবু মানে না বারণ,
আশার তরীতে চড়ে চলে যায় দুখ ।
ভালোবাসা মোহ নয়, মোহনীয় সুখ
বিরান,উপোষী মাঠে ফসলের মুখ ।