কিছু হারানোর মানেই অন্য কিছু পাওয়া,
চোখে জল ঝরিয়ে হাহুতাশ করো মিছে ।


একূল ভেঙ্গে নদী ওকূলে জাগায় চর,
গড়ে ওঠে নতুন বসতি ।
ঝড়ে উড়ে গেলে চাল-
তাকিয়ে দেখো পুরো আকাশ তোমার !


বঞ্চনার পেছনে হাঁটে উপঢৌকনের পসরা,
শ্রেষ্ঠমানবের কাতারে বুঝি তাই এতিমের ভিড় !


রাত হারায় বলেই আসে দিনের আলো,
কেউ কেঁদে বলে না তো-
এ নয় ভালো !