মায়ের পায়ের তলায় বিরাজ করে
বেহেশত একখানা,
থাকতে সময় করো মনা জান্নাতের সাধনা ।।


আহারে প্রসবের কষ্ট-
জীবন-মরণ দোলায় দুলে
জন্ম দেবে তোমায় বলে
যুদ্ধমাঠে একাকিনী মা,
তোমার কচিমুখ যে তাহার সুপ্ত বাসনা ।
থাকতে সময় করো মনা জান্নাতের সাধনা ।।


হায়রে মায়ের থাকে না ঘৃণা-
মমতার খনি মা, মধ্যমণি মা
তার ত্যাগে শান্ত থাকে সংসারসীমা,
ও সাধের সন্তান তুমি ভুলে যেও না ।
থাকতে সময় করো মনা জান্নাতের সাধনা ।।


হায়গো ঘরের শোভা মা-জননী
তার কাছেতে জনম ঋণী
তার বিহনে ভুবন ফাঁকা
হাহাকারে করে খাঁ খাঁ মনের আঙিনা ।
থাকতে সময় করো মনা জান্নাতের সাধনা ।।