আমি আমার সকল চাওয়ার ঝরাপাতা জড়ো করে
এই শীতবিকেলে জ্বালিয়েছি আগুন
শুধু তোমায় চেয়ে ।
ভিক্ষার পাত্র হাতে দ্বারে দ্বারে ঘুরেছি আমি
অনাহুত পথিক এক শুধু তোমার খোঁজে,
ভাবনাকে দেইনি নিস্তার, নিমগ্ন থেকেছি অহোরাত্র
তোমার কাব্য পাঠে ।
বাতাসে পেতে রেখেছি কান -
কোথায় কোন জনারণ্যে অথবা নিভৃতে বাজে
তোমার পদধ্বনি !
পুষ্পনিচয়ে তন্ন তন্ন করে খুঁজে দেখেছি
তোমার সুঘ্রাণ কোথাও মিশে আছে কিনা ।


সকল বাঁধন ছিন্ন করে অমিত সাহসে
আমি পথে নেমেছি -
কেবল তোমার দেখা পাবো বলে ।
আমি আমার সকল চাওয়ার ঝরাপাতা জড়ো করে
এই শীতবিকেলে জ্বালিয়েছি আগুন
শুধু তোমায় চেয়ে ।